logo রাউজান পৌরসভা
রাউজান পৌরসভা
93,366 পুরুষ নাগরিক
31,626 মহিলা নাগরিক
1,662 জন্ম নিবন্ধন হয়েছে
123,330 জন্ম নিবন্ধন হয়নি
10,273 মোট হোল্ডিং
মেয়র

জমির উদ্দিন পারভেজ, মেয়র জমির উদ্দিন পারভেজ, মেয়র একমাত্র ডিজিটাল নাগরিক সনদ সেবার মাধ্যমেই সর্বোত্তম সেবাদান ব্যবস্থা রাতারাতি সম্ভব নাগরিক সনদ উদ্যোগ জনসাধারণকে তাঁদের মতামত তুলে ধরার, কী ধরনের সেবা তাদের দরকার তা নিদিষ্ট করার এরং কীভাবে সে সেবা পাওয়া যেতে পারে সে সম্পর্কে বন্তব্য উপস্থাপন করার সুযোগ এনে দেয়। এ সনদ সরকারি কর্মকর্তাদেরকেও জনসাধারণের সঙ্গে অর্থবহ আলাপ আলোচনার মাধ্যমে জনগণের প্রয়োজন এবং প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে এবং তাঁদের নিজেদের কাজের মূল্যায়নে সহায়তা করবে।

logo

নাগরিক সেবা


মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার "গ্রাম হবে শহর" এই স্বপ্নকে শতভাগ বাস্তবায়ন করার লক্ষ্যে, রাউজান পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরসভার অনলাইন ভিত্তিক খানা তথ্য নিবন্ধন, নাগরিক সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ও নাগরিক সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের মাননীয় সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়। উল্লেখ্য, এই সেবা কার্যক্রমের পৌরসভার প্রথম নাগরিক হিসেবে মাননীয় এমপি মহোদয়ের হাতে নাগরিক সেবা কার্ড তুলে দেন রাউজান পৌরসভার মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ।

কাউন্সিলর


মোহাঃ আলমগীর আলী
মোহাঃ বশির উদ্দীন খান
কাজী মোঃ ইকবাল
মোঃ শওকত হাসান
মোহাম্মদ আজাদ হোসেন
মোহাম্মদ জানে আলম জনি
সমীর দাশগুপ্ত
দিলীপ কুমার চৌধুরী
মোহাম্মদ জসিম উদ্দিন

সংরক্ষিত মহিলা কাউন্সিলর


জেবুনন্নেছা
জান্নাতুল ফেরদৌস ডলি
নাছিমা আক্তার
Made In Bangladesh